13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিসিকে লাভজনক করা হবে – ওবায়দুল কাদের

admin
January 22, 2019 10:07 pm
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)কে লাভজনক করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ লক্ষ্য অর্জনের পথে যে সকল বাধা রয়েছে তা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দূর করা হবে বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রী আজ রাজধানীর বিআরটিসি ভবনে সংস্থাটির সকল কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র বহরে ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক যুক্ত হতে যাচ্ছে। এতে এক দিকে বিআরটিসি’র সক্ষমতা বাড়বে অপরদিকে যাত্রী পরিবহনের সুযোগও সম্প্রসারিত হবে। তিনি বলেন, বিআরটিসি’তে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রতিপালন করা হবে। সংস্থাটির গাড়িবহর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হচ্ছে সফ্টওয়্যারভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা। ইতিমধ্যে কল্যাণপুর, মতিঝিল ও গাবতলী ডিপোতে পরীক্ষামূলক ডিজিটাল ব্যবস্থাপনা শুরু হয়েছে। এতে দুর্নীতি কমার পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাবে।

এ সময় মন্ত্রী বিআরটিসি’র জনবল বৃদ্ধির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভুইয়াসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/