× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাল্য বিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষে সরকারি কর্মচারীদের বর্ণাঢ্য র‌্যালি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর : ‘‘যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ’’ এই স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্য বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলার সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয়।

র‌্যালিতে বাল্য বিবাহ রোধে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিন, গাংনী সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আকরাম হোসেন প্রমূখ । আরো উপস্থিত ছিলেন জেলার সকল বিভাগের সরকারি কর্মচারী বৃন্দ


সংগঠনের সদস্যরা বলেন,বাল্য বিবাহরোধ করতে গ্রাম-গঞ্জের মানুষকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের আয়োজন। এসময় তারা জানান, মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ ঘোষনা করা হবে ২৭ ফেব্রুয়ারী। ঐদিন থেকে আমরা সবাই এক সাথে থেকে আরো জোর প্রতিরোধ গড়ে তুলবো যাতে আর কোন মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে জীবনের সর্বনাশ ডেকে না আনতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..