মেহের আমজাদ,মেহেরপুর : ‘‘যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ’’ এই স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্য বর্ণাঢ্য র্যালি করেছে জেলার সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিনের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয়।
র্যালিতে বাল্য বিবাহ রোধে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিন, গাংনী সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আকরাম হোসেন প্রমূখ । আরো উপস্থিত ছিলেন জেলার সকল বিভাগের সরকারি কর্মচারী বৃন্দ
।
সংগঠনের সদস্যরা বলেন,বাল্য বিবাহরোধ করতে গ্রাম-গঞ্জের মানুষকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের আয়োজন। এসময় তারা জানান, মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ ঘোষনা করা হবে ২৭ ফেব্রুয়ারী। ঐদিন থেকে আমরা সবাই এক সাথে থেকে আরো জোর প্রতিরোধ গড়ে তুলবো যাতে আর কোন মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে জীবনের সর্বনাশ ডেকে না আনতে হয়।