× Banner
সর্বশেষ
খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বালিয়াডাঙ্গী থানার নতুন গেট উদ্ধোধন ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালিয়াডাঙ্গী থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আগে থানার মুল ফটক(গেট) উদ্ধোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি)।ওপেন হাউজ ডে উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দবিরুল ইসলাম(এমপি),পুলিশ সুপার ফারহাত আহমেদ, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়,যুগ্ম সাঃ সম্পাদক জুলফিকার আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিউর রহমান রাজু, সাঃ সম্পাদক মজিবর রহমান শেখ,দুওসুও ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান চৌধুরী, কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য সচিব প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।সভায় বক্তারা বালিয়াডাঙ্গী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..