× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

বাজারে আসল ট্রান্সসেন্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি প্রতিবেদক: ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড এখন দেশের বাজারে। প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমোরি কার্ড আদর্শ।

উচ্চ ক্ষমতাসম্পন্ন এই মেমোরি কার্ডে সর্বাধুনিক ফোরকে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও ষ্টোরেজ করা যাবে। সুপার স্পিড সম্বলিত এই মেমোরি কার্ডের রিড এবং রাইট স্পিড সর্বোচ্চ ২৮৫ মেগাবাইট পার সেকেন্ড এবং ১৮০ মেগাবাইট পার সেকেন্ড। যা গ্রাহকদের ক্যামেরাটিকে একটি পাখির উড়ন্ত ছবির প্রতিটা মুহূর্ত পর্যন্ত ক্যাপচার করতে সাহায্য করবে।

সেরা পারফরম্যান্স ও ষ্টোরেজ ছাড়াও ট্রান্সসেন্ডের ইউএইচএস-২ মডেলের নতুন এই মেমোরি কার্ড ওয়াটার প্রুফ, টেম্পারেচার প্রুফ, স্টাটিক প্রুফ, এক্স-রে প্রুফ ও শক প্রুফ।

এছাড়াও ছবি, ভিডিও, ডকুমেন্ট, মিউজিকসহ বিভিন্ন মুছে ফেলা ফাইল পুনরুদ্ধারে এই মেমোরি কার্ডটি ‘রিকভার আরএক্স’ সফটওয়্যার ব্যবহার উপযোগী।

ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি।


এ ক্যটাগরির আরো খবর..