13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নৌকার ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

admin
November 28, 2018 12:56 am
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট অফিস : বাগেরহাট অফিস :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্রবাগেরহাট- ১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ আসনে এমপি শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ হাবিবুন নাহান তালুকদার, বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনের বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার ও বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন এসময়ে বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের অফিসারের হাতে তাদের মনোনয়নপত্র তুলে দেন। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এ মনোনয়নপত্র গ্রহণ করেন।আওয়ামী লীগের ৪প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার আগে শহরতলীতে হযরত খানজাহান (রঃ) মাজার শরিফ জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

বাগেরহাটে আওয়ামী লীগের ৪প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে তাদের সাথে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট সদর আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময়ে বাইরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেয়ার পর বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সুষ্ঠ পবিবেশে যাতে ভোটাররা ভোট দিতে পারে প্রার্থী হিসেবে আমার পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই সব দলের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচন। একজন তরুন প্রার্থী হিসেবে যুবসমাজের পাশাপাশি বাগেরহাটের সদর আসনের উন্নয়নে অবদান রাখতে সকলের সহযোগিতা চাই।

http://www.anandalokfoundation.com/