14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবিদের পর এবার জাতীয় রচনা প্রতিযোগিতায় অয়ন চক্রবর্তীর বিরাট সাফল্য

Biswajit Shil
December 15, 2019 8:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  অ্যাকশান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ও ডেভেলপমেন্ট অব চিল্ড্রেন  এর স্কুলভিত্তিক জাতীয় রচনা প্রতিযোগিতায় দেশসেরার পুরস্কার পেল বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী অয়ন চক্রবর্তী। এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে জার্মানির ” ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড” সংস্থা। গত ১১ অক্টোবর সারা দেশের ৮৫০০০ এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত চ্যানেল আই – এর রিয়্যালিটি শো  “ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ – ২০১৯” এ দ্বিতীয় রানারআপ হয়েছিলেন অয়ন চক্রবর্তী।
গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাহিত্যিক আলী ইমাম । আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের প্রাক্তন  পরিচালক ও অধিকারকর্মী শফিকুল ইসলাম ও এএসডি প্রধান জামিল চৌধুরী।
“শিশু নির্যাতন প্রতিরোধে আমার করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারাদেশের অসংখ্য স্কুল পড়ুয়া শিক্ষার্থী অংশ নেয়, যেখান থেকে বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত সেরা ১০ শিক্ষার্থীকে গতকাল পুরস্কৃত করে এএসডি ; যেখানে দেশসেরা রচনার পুরস্কার পায় বরিশালের অয়ন চক্রবর্তী। প্রথম পুরস্কার হিসেবে অয়ন চক্রবর্তীর হাতে তুলে দেয়া হয় নগদ মেধাবৃত্তি, ৫ হাজার টাকা সমমূল্যের বই, ক্রেস্ট ও সম্মাননা পত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক আলী ইমাম বলেন, শিশু নির্যাতন শিশুর মানসিক বিকাশের প্রধান অন্তরায়। আজকের শিশুরা যদি নির্যাতিত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে দেশ তবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না। শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এক হতে আহ্বান জানান এই প্রথিতযশা সাহিত্যিক।
বিশেষ অতিথি শিশু উন্নয়ন সংস্থা “উৎস – বাংলাদেশ” প্রধান শফিকুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশুদের হাত ধরেই তো ভবিষ্যৎ বাংলাদেশ চলবে। তাই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য ।
অনুষ্ঠানের সভাপতি ও অ্যাকশান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) প্রধান জামিল চৌধুরী তুলে ধরেন শিশু নির্যাতন ও শিশুশ্রম প্রতিরোধে এএসডির নানা কার্যক্রম। প্রদর্শিত হয় এএসডির কার্যক্রম নিয়ে তথ্যচিত্র ; সৃষ্টি হয় আবেগময় পরিবেশ।শিশু নির্যাতন প্রতিরোধে এএসডির কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে একাত্মতা প্রকাশের অনুরোধ জানান তিনি।
দেশসেরা হিসেবে অনুভূতি প্রকাশ করে দেয়া বক্তৃতায় অয়ন চক্রবর্তী তুলে ধরেন তাঁর স্বপ্নের কথা। বড় হয়ে আইনবিদ হয়ে শিশু নির্যাতনবিরোধী আন্দোলনে এএসডির সাথে যুক্ত হওয়ার শপথ করেন তিনি। অয়ন বলেন, পৃথিবী সবচেয়ে নির্মল – বিমল ও পবিত্র হচ্ছে শিশুরা। ঘরে – স্কুলে নিভৃতে যেন শিশুরা নির্যাতনের শিকার না হয়, সেজন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন শিশু সাংস্কৃতিক সংগঠনের গান, নাচ ও অয়ন চক্রবর্তীর “এই লভিনু সঙ্গ তব” আবৃত্তিতে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে গোটা অডিটোরিয়াম।
http://www.anandalokfoundation.com/