13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবীতে জাপানে বিক্ষোভ

ডেস্ক
October 26, 2021 1:06 pm
Link Copied!

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে জাপানে বিক্ষোভ করেছে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রবাসী হিন্দুবাঙ্গালীরা।

২৪ অক্টোবর রবিবার টোকিওস্থ বাংলাদেশী দূতাবাসের কাছে জড়ো হয়ে প্রায় ৬০ জন বিক্ষোভকারী এ কর্মসূচিতে অংশ নেয়। তারা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করুন, “সংখ্যালঘুদের জন্য আমরা ন্যায়বিচার চাই”।

ইসকনসহ অন্যান্য হিন্দু সংগঠনগুলির দ্বারা আয়োজিত বিক্ষোভের ঘটনাস্থলে উপস্থিত  রোহান আগরওয়াল বলেন,  “ভারত, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ১৫০ টি দেশে অনুরূপ প্রতিবাদ হয়েছে।

জাপানের টোকিওতে ব্যবসায়ী, আনন্দলোক ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট এবং দ্যা নিউজ জাপান চীফ নন্দী খোকন কুমার বলেন, আমরা বাংলাদেশের সকল ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সমান অধিকার এবং এই ধরনের আক্রমণ বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

অনিল সরকার নামে একজন জাপান প্রবাসী বাংলাদেশী বলেন, “আমি আমার পরিবারকে নিয়ে দেশে ফিরতে ভয় পাচ্ছি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার সমালোচনা করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম হিন্দু। অক্টোবরের মাঝামাঝি সময়ে  বাংলাদেশে পরিকল্পিতভাবে মন্দিরে হনুমানের পায়ে কোরান রেখে দাঙ্গা শুরু হয়। ফলে কুমিল্লায় মন্দির ভাংচুর, ধর্ষণ ও বেশ কিছু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আরও বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়িঘর ভাংচুর করা হয়, এর পরবর্তী এক সপ্তাহ ধরে চলা বিশৃঙ্খলায় বহু মানুষ আহত এবং কয়েকজন মারা যায়।

http://www.anandalokfoundation.com/