13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের কাছে হার ভাবতেই পারেননি শচীন

admin
March 24, 2017 3:30 pm
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ পোর্ট অব স্পেন জয় করে হাসতে হাসতে মাঠ থেকে বের হয়ে আসছেন মুশফিকুর রহিম মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে বিশ্বকাপে ভারতকে হারানোর দৃশ্যটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল মূহূর্ত। বাংলাদেশের জন্য আনন্দের হলেও ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি কলঙ্কিতই বটে

কারণ, ম্যাচের পরেই অধিনায়কত্ব হারিয়ে বসেন রাহুল দ্রাবিড়। এই হার দিয়েই সেবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে ভারত। শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলীর অবসর প্রসঙ্গটা বেশ জোরালভাবেই মাথাচাড়া দিয়ে ওঠে। এই ম্যাচের পরেই নাকি অবসর নেওয়ার বিষয়ে মনস্থির করে বসেন শচীন। বিষয়টি নিজেই স্বীকার করে নিয়েছেন ভারতের ব্যাটিংঈশ্বর

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে খেলায় টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করার আহ্বান জানায় বাংলাদেশ।শুরুতেই শেবাগকে তুলে নেন মাশরাফি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত সৌরভ গাঙ্গুলীর ৬৬ যুবরাজ সিংয়ের ৪৭ রানে ভর করে তোলে ১৯১ রান। জবাবে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন তামিম ইকবাল। তামিম ৫১ রানে ফিরে গেলেও শেষটা রাঙান মুশফিকুর রহিম। ৫৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশেকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। বল হাতে কিছু না করতে পারলেও ৫৩ রান করেন সাকিব আল হাসান। ৩৮ রানে উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাশরাফি

সেদিনের সেই হারের কথা স্মরণ করতে গিয়ে শচীন বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। ১৯৯৬ সালে বিশ্বকাপের সেমিফাইনাল, পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের মতো এটাও তেমন একটা খারাপ অভিজ্ঞতার ম্যাচ। আমি কখনই ভাবিনি, বাংলাদেশের কাছে হেরে বসব আমরা। এরপর তো শ্রীলঙ্কার কাছেও হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলাম। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, এই ম্যাচটা সেটাই প্রমাণ করে।

শচীন জানান, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দুদিন হোটেল থেকে বের হননি ভারতীয় ক্রিকেটাররা। তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দুদিন আমরা ওয়েস্ট ইন্ডিজে ছিলাম। তবে ওই দুদিন আমি হোটেল রুম থেকেই বের হইনি। কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। সময়টা এত বেশি হতাশার ছিল যে কী করব, ভেবে পাচ্ছিলাম না।

এরপর অবসর নেওয়ার বিষয়ে চিন্তা শুরু করে দেন শচীন টেন্ডুলকার। শচীন বলেন, ‘আমি তখন বিধ্বস্ত ছিলাম। ঘর থেকে বের হওয়ারও সাহস ছিল না আমার।এই সময়টাতে অবসরের বিষয়ে চিন্তা আসে বলে জানান তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডসের অনুপ্রেরণায় নিজের সিদ্ধান্ত বদলান শচীন

শচীন বলেন, ‘এমন একসময় ভিভের ফোন এলো। তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয়। আমার এক বন্ধুর কাছে অবসরের কথা শুনে সে আমাকে ফোন দেয়। অবসর না নেওয়ার বিয়য়ে সে আমাকে বোঝাতে থাকে। নিজের ব্যাটিং হিরোর কাছ থেকে যখন ধরনের কথা শোনার পর অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসি এবং আবার নতুন করে সবকিছু শুরু করি।

http://www.anandalokfoundation.com/