বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় হিন্দুরা আক্রমণের সম্মুখীন হয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন। বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ১৫ আগস্ট দিল্লির লাল কেল্লায় টানা ১১ বারের মত দেশটির স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১৫ বছরের শাসনামল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত।
হাসিনার ক্ষমতাচ্যুতির পরের দিনগুলো রক্তাক্ত ছিল, এই সংঘাতময় সময়ে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, গত ৫ আগস্ট থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।
এর জেরে গত সপ্তাহে ঢাকার রাজপথে আরো একবার বিক্ষোভে হয়, এই সময় হিন্দুদের লক্ষ্য করে সহিংসতার বিরুদ্ধে শত শত লোক প্রতিবাদ জানায়।