13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি অভিবাসীরা উইপোকার মতো অমিত শাহর এই বক্তব্যটি অবাঞ্ছিত : তথ্যমন্ত্রী

admin
September 24, 2018 2:40 pm
Link Copied!

বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকার’মতো এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। গত শনিবার রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বিজেপি সভাপতির এই মন্তব্যকেই অবাঞ্ছিত বলেও উল্লেখ করেছেন বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ সোমবার(২৪ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অমিত শাহ বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন। এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকাকে আশ্বস্ত করেছেন যে, আসামে জাতীয় নিবন্ধন ছাড়া জনগণকে বাংলাদেশে পাঠানো হবে না।

এদিকে অমিত শাহ আসামে সম্প্রতি প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দিকে ইঙ্গিত করে বলেছেন, বিজেপি সরকার এই এনআরসি তৈরি করেছে এবং প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে।

অমিত শাহ বলেন, বিজেপি সরকার প্রত্যেক ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করবে।  কংগ্রেস দেশের জন্য কোনও ভালো কিছু করতে পারে না কারণ তাদের নেতা বা নীতি কোনোটাই নেই।

সবশেষ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অমিত শাহ’র বক্তব্যকে অবাঞ্ছিত বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

http://www.anandalokfoundation.com/