14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ অনুষ্ঠিত

Ovi Pandey
February 14, 2020 8:58 pm
Link Copied!

অসীম মোহন্ত নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে পহেলা ফাল্গুন সকাল ১০ টায় বসন্ত বরণ র‌্যালি বের হয়।

র‌্যালিটি নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পত্নী ফাতেমা জোহরা, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম ও সহকারী শিক্ষক আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

http://www.anandalokfoundation.com/