13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে আলোকিত বার্তা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

admin
February 10, 2019 11:29 pm
Link Copied!

 আলোকিত বার্তা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকা কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল বিকেলে আলোচনা সভা, সুধী সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ আ.আ.ম.স আরেফিন ছিদ্দিক। অনুষ্ঠন উদ্বোধন করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাঃ হুমায়ুন কবির বুলবুল।

আলোকিত বার্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এড আশ্রাফুল আলম চৌধুরী হায়দারের সভাপতিত্বে এত প্রধান বক্তা ছিলেন আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত বার্তা পত্রিকান প্রকাশক ও সম্পাদক এম শরীফ ভূঞা। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আবদুল মান্নান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. খুরশীদ আলম সাগর, বিশিষ্ট লেখক কলামিস্ট জিয়া খোন্দকার, আলোকিত বার্তা পাঠক ফোরামের উপদেষ্টা ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাঈন উদ্দিন।

পাঠক ফোরামের মহিলা বিষয়ক সম্পাদিকা চাঁদনী হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ল’ কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আহবায়ক এড আবদুল্যাহ আল মামুন, সদস্য সচিব এড বোরহানুল হায়দার, ইন্ডিফেন্ডেন্ট টিভির ব্রডকাস্ট কর্মকর্তা রফিকুল ইসলাম, সুপ্রীম কোর্ট এডভোকেট জামাল উদ্দিন, ঢাকা জজ কোর্টের এড আবদুল্যাহ আল মামুন, এড আসাদুজ্জমান উজ্জ্বল, আয়কর উপদেষ্টা আলমগীর হোসেন, লেখক জাহাঙ্গীর আলম শোভন, কবি আলা উদ্দিন আদর, মাসিক মৌলিক পত্রিকার সম্পাদক নুরুল আবছার, বিচিত্র খবর ডট কম এর প্রধান সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ভূঁইয়া, এফ টিভি’র উপস্থাপক তানজিনা সিমু, ব্যবসায়ী সাইফুল ইসলাম, মাসিক পথিক সম্পাদক আবদুল্যাহ আল মিজান, মিকাইল অনলাইন শপ এর সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম মনির, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম মজুমদার তুষার, ব্যবসায়ী আবদুল মান্নান, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা আতিক উল্যাহ মজুমদার, শাহপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, এলিকো ইন্স্যুরেন্স কর্মকর্তা শরিফ উদ্দিন তুহিন, ঢাকা লিও ক্লাব প্রেসিডেন্ট রাসেল আহমেদ, জিএস নিউজ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী, এস আর মাল্টিমিডিয়ার সিইও মোঃ সাহাব উদ্দিন ভূঞা, পাঠক ফোরামের সদস্য রনি কে আর, রুনা আরা, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামার শিকদার, হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটি ছাগলানাইয়া শাখার সভাপতি ওয়াজি উল্যাহ বাশার প্রমুখ।

অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থী ও পাঠক ফোরামের নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

http://www.anandalokfoundation.com/