বরিশালে যৌতুকের দাবিতে তানহা তাবাচ্চুম তিনথী (২৪) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাউনিয়া থানাধীন বিসিসি ৩ নম্বর ওয়ার্ডের ভাটিখানা গাউয়াসার জোড় মসজিদ এলাকার মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা মো. জাফর ইকবাল বাদী হয়ে একই রাতে স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে আসামী করা হয়, নিহতের স্বামী সোয়েব মাহামুদ (৩৫), শাশুড়ি সেলিনা পারভিন (৬০), ননদ রেনু বেগম (২৫) সহ আরও দুইজনকে। এরা সকলেই ভাটিখানা জোড় মসজিদ এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে পারিবারিকভাবে শরীয়ত মোতাবেক তানহার বিয়ে হয় সোয়েব মাহামুদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও ননদ মিলে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে তারা নিয়মিত তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
গত মঙ্গলবার বিকেলে যৌতুকের দাবিতে আসামিরা তানহাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
নিহতের পিতা জাফর ইকবাল অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই প্রতিদিন আমার মেয়েকে নির্যাতন করা হতো। ঘটনার দিনও তিনবার মারধর করে অবশেষে হত্যা করেছে মেয়ে জামাই ও তার পরিবার। আমি এই হত্যার কঠিন বিচার চাই।”
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে স্বামী সোয়েব মাহামুদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
এদিকে এবিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে আসামি সোয়েব মাহামুদের ছোট ভাই সায়েম প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।
অন্যদিকে নিহতের স্বজনরা এই হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের দ্রুত আইনি আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ক্যটাগরির আরো খবর..