× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ড

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
লঞ্চে অগ্নিকান্ড

মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এমভি সায়মুন-১ লঞ্চে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও লঞ্চটির কিছু অংশ পুড়ে গেছে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, গভীর রাতে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ইঞ্জিন ব্যতীত আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..