× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে ছাত্রদল সভাপতি যুবতীসহ আটক *বিয়ে করে মিলেছে মুক্তি

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
যুবতীসহ আটক

বরিশাল নগরীর চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানকে এক যুবতীসহ আটক করেছে পুলিশ। পরে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের পরিবারের সদস্যরা থানায় আসেন।

পরবর্তীতে সমঝোতার মাধ্যমে ওই যুবতীকে বিয়ের আশ্বাসে চুক্তিনামায় স্বাক্ষর করে বিয়ে করার পর থানা থেকে মুক্তি মিলেছে আটক ছাত্রদল নেতা মেহেদী হাসানের।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আটক ছেলে-মেয়ে পূর্ব পরিচিত হওয়ায় তারা বিয়ে করবে বলে জানালে উভয়পক্ষের কাছ থেকে লিখিত রাখা হয়। পরে উভয়পক্ষের পরিবারের লোকজন বিয়ের কাজ সর্ম্পূন করে আসার পর আটক মেহেদী হাসানকে ছেড়ে দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যমতে নগরীর চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে এক ফাতেমা আক্তার নামের এক যুবতীসহ মেহেদী হাসানকে গত ১০ জুন দিবাগত মধ্যরাতে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। পরেরদিন ১১ জুন দুপুরে উভয় পরিবারের সদস্যরা থানায় এসে বিয়ে করার সমঝোতা হয়। পরে তিনশ’ টাকার স্টাম্পে অঙ্গিকারনামায় উভয়পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং যুবতীকে বিয়ে করার পর আটক মেহেদী হাসানকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই হুমায়ন বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের সাথে পাঁচ মাস পূর্বে একই উপজেলার বাসিন্দা ও বরিশাল অপসোনিন ফার্মা লিমিটেডের ওষুধ তৈরি কারখানায় কর্মরত ফাতেমা আক্তারের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাধে ঘটনারদিন মেহেদী হাসান তার প্রেমিকা ফাতেমা আক্তারের ভাড়া বাসায় আসেন। মধ্যরাতে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে জানতে মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত সোহাগ এবং অভিযুক্ত জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..