× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় রচনা প্রতিযোগিতার সময় বাড়লো ২৫ দিন

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনার্স, ডিগ্রি, মেডিকেল, ফাজিল ও কওমি মাদরাসার ফজিলতের(মেশকাত) পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে “বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা” শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতাটির সময় বাড়লো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত রচনা প্রতিযোগিতাটি ৫ আগস্ট হতে শুরু হয়ে ৫ সেপ্টম্বর-২০১৯ পর্যন্ত চলার কথা ছিল। এখন এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করায় আরো ২৫ দিন সময় বাড়লো। সাথে সাথে বেড়েছে পুরস্কারের ধরণ ও সংখ্যাও।

৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছিল স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিডেট, আজাদ ট্রেড ইন্টারনাশনাল ও ইয়ুথ বাংলা কার্চারাল ফোরাম মালয়েশিয়া শাখার সহযোগিতায় প্রথম পুরস্কার ৫০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা, তৃতীয় পুরস্কার ২০০০ টাকা, চতুর্থ পুরস্কার (৫টি) ১০০০ টাকা ও পঞ্চম পুরস্কার ৫০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী।

সেটি পরিবর্তন করে প্রথম পুরস্কার স্বর্ণপদক, দ্বিতীয় পুরস্কার রোপ্যপদক, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জপদক, চতুর্থ পুরস্কার (২টি) ১০০০ টাকা ও পঞ্চম পুরস্কার ১০০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী: (১) দেশ-বিদেশে অনার্স, ডিগ্রি, মেডিকেল, ফাজিল, কওমি মাদরাসার ফজিলত(মেশকাত) এবং মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে (২) শিক্ষাব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা ও কার্যক্রম কি ছিল সে বিষয়ে ২০০০ শব্দের মধ্যে রচনাটি লেখে কম্পোজ করে পাঠাতে হবে (৩) ৫ আগস্ট হতে ৩০ সেপ্টেম্বর-২০১৯ মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য অথবা রেজিস্ট্রার/ডিন/বিভাগীয় প্রধান/প্রিন্সিপাল দ্বারা সত্যায়িত করে ডাকযোগে পাঠাতে হবে(৪) রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ১০০টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে (৫) রেজিস্ট্রেশন: মারুফ আহমেদ ০১৭০৬৪৫৪২৬০, জীম মণ্ডল ০১৫১৫৬৬৯৭২৬।


এ ক্যটাগরির আরো খবর..