14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, পাঁচ শিক্ষার্থী বহিস্কার

admin
August 19, 2017 9:21 pm
Link Copied!

কক্সবাজার ঃফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় কক্সবাজার সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কলেজের ‍অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী।বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্রী ও দুজন ছাত্র।  ছাত্রীরা হলেন তানজিমা আকতার, ফারহানা তাসনিম হীরা ও আরাফাত জান্নাত।  দুই ছাত্র হলেন শামীম রানা ও সৈয়দ আলম।  এরা সবাই ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে সৈয়দ আলম ইসলামী ছাত্রশিবির এবং তানজিমা আকতার ছাত্রীসংস্থার সঙ্গে জড়িত বলে সূত্র জানিয়েছে। সূত্রমতে, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন তারা ফেসবুকে নিজেদের ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর মন্তব্য করে। গত বৃহস্পতিবার মন্তব্যের স্ক্রিনশট জমা পড়ে কলেজ কর্তৃপক্ষের কাছে।

http://www.anandalokfoundation.com/