এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :বর্তমানে নামে বেনামে ফার্মেসী মালিকরা অতিরিক্ত অর্থ আদায়ে মানুষের বিপদে পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠেছে। বেশিরভাগ ঔষধের ফাইল কিংবা বড়ির উপর নীট মূল্য না থাকায় সুযোগ সন্ধানী ফার্মেসীগুলোর মালিকগণ হরহামেশাই আনলিমিটেড দাম বলে ফায়দা লুটে চলেছে। এতে প্রশাসন কিংবা সচেতন মানুষগুলো বুঝেও না বোঝার ভান করে আছেন।
সরেজমিনে আমাদের পাটকেলঘাটা প্রতিবেদক সাতক্ষীরার খুলনা রোডের এসপির বাংলোর সামনে অবস্থিত রজনী মেডিকেল ফার্মেসীতে গিয়ে নিজেই ভূক্তভোগী। বুধবার বেলা ১২ টায় তিনি একটি প্রেসক্রিপশন ফার্মেসীতে ধরিয়ে দিয়ে দাম জানতে চাইলে কর্তব্যরত ব্যক্তি জানান,
৪২০ টাকা পড়বে তবে ২০ টাকা কম রাখা যাবে। কৌতুহলী হয়ে ঔষধ সহ দামটা একটি কাগজে লিখে দিতে বললে তিনি ৩২০ টাকা দাম সাথে ২০ টাকা লেস করা যাবে বলে লিখে দেন। এর সঠিক সদ্ত্তুর জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে জানতে কতিপয় সমাজ সচেতন ব্যক্তি জানান, রোগাক্রান্ত হয়ে ডাক্তারের নিকট গেলে কতিপয় অসাধু ডাক্তাগণ যেমন গলায় ছুরি চালিয়ে দেন তেমনি এক শ্রেণীর অসাধু নামে বেনামে ঔষধ ফার্মেসীর মালিকগণ একেবারেই নিঃস্ব করার প্রচেষ্টায় থাকেন। তাদের দাবি যদি ঔষধ, বড়ির গায়ে সঠিক মূল্য লেখা থাকে এবং প্রশাসনের নজরদারি অব্যাহত থাকে তবেই কেবল এসকল অসাধু দোকান ফার্মেসীদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।