13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইইয়ারের ফানুসে চিড়িয়াখানায় আগুন, মর্মান্তিক মৃত্যু ৩০টির বেশি জন্তুর

Brinda Chowdhury
January 2, 2020 2:21 pm
Link Copied!

দি নিউজ ডেস্কঃ নতুন বছর উদযাপনের জন্য উড়ানো ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আচমকা আগুন লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনায় বানরদের খাঁচায় কোনও প্রাণী বেঁচে নেই।  জার্মানে আগুন

পুলিশ সুত্রে খবর, চাইনিজ ফানুস ছিল বলেই ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে।  নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।

এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টির ও বেশি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।
http://www.anandalokfoundation.com/