ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে রাজু মাতুব্বর নাদেরা আক্তার কে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়িতে আনার পর থেকেই নাদেরার ওপর শারীরিক নির্যাতন চালাতেন রাজু। শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে নাদেরা কে মারধর করেন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাতে আবারও নির্যাতন চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাদেরা কে হত্যা করে পালিয়ে যান রাজু।
পরে স্থানীয়রা নাদেরা‘র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রাজু মাতুব্বর প্রায় ১৫ দিন আগে নাদেরা কে স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। শনিবার রাতে তাকে হত্যা করে পালিয়ে যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি। এ কারণে সিআইডি ও পিবিআই কে অবহিত করা হয়েছে।