13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্ন ফাঁস ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা

admin
June 21, 2018 11:27 pm
Link Copied!

অনলাইন সংস্করণ।

উত্তর আফ্রিকার দেশ আলগেরিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কিছুক্ষণের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রতিটি পরীক্ষা শুরুর পর মোবাইল ও ফিক্সড লাইনের ইন্টারনেট সেবা এক ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ থেকে ২৫ জুন পর্যন্ত দেশব্যাপী চলবে এই পরীক্ষা। এতে অংশ নিতে যাচ্ছে দেশটির সাত লাখ শিক্ষার্থী। আর তাই প্রশ্নফাঁস ঠেকাতে এমন কঠোর অবস্থান নিয়েছে আলগেরিয়ার সরকার।
এর আগে ২০১৬ সালে অনলাইনে প্রশ্নফাঁসসহ বেশ কিছু অভিযোগ উঠেছিল এই পরীক্ষাকে ঘিরে। গত বছর কর্তৃপক্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে এতে খুব একটা লাভ হয়নি। আলগেরিয়ায় শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্ঘাব্রিত বলেন, পরীক্ষা চলাকালীন পুরোটা সময়জুড়ে সারা দেশে ফেসবুক বন্ধ থাকবে। আমরা নিজেরাও এই সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্যবোধ করছি না। তবে প্রশ্নফাঁস ঠেকাতে এটা খুব জরুরি।’ এছাড়া দেশজুড়ে দুই হাজার পরীক্ষার হলে ইন্টারনেট সংযোগ আছে এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। আগামী ২২ জুলাই এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার কথা রয়েছে।
http://www.anandalokfoundation.com/