× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

প্রতিমা তৈরি করে পূঁজা দিলেন ১১ বছরের বালক

admin
হালনাগাদ: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ- বয়স মাত্র ১১ বছর প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ক্লাশে মেধাবী এক বালক। হিন্দু অধ্যসিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের শ্রমজীবি কুমোদ বালার পুত্র মানস বালা দীপ।

গ্রামের দুর্গা পূঁজার প্রাককালে মৃদ শিল্পীরা প্রতিমা তৈরি করতে আসলে মানস নজর রাখে শিল্পীর তুলির আচরে। মৃদ শিল্পের এককাগ্রতায় দুবছর পূর্বেই বাড়ির আঙ্গিনায় মন্দিরে গোপাল প্রতিমা তৈরি করে দীপ। এবছর ক্ষুদে এই শিল্পী ছোট আকারের দুর্গা প্রতিমা তৈরি করে এলাকায় সারা জাগিয়েছে। দীপের তৈরি করা প্রতিমায় ঘটস্থাপন করে যথা নিয়মে তার অভিভাবকদের উৎসাহ উদ্দিপনায় দুর্গা পূজা আয়োজন চলছে ধুমধামেই। অভিভাবকদের প্রত্যাশা ভবিষ্যতে দীপ একজন দক্ষ মৃদ শিল্পি হয়ে গড়ে উঠবে। এই জন্য সবার সহযোগীতা কাম্য।


এ ক্যটাগরির আরো খবর..