13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বাধার মুখে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন

admin
August 22, 2016 12:33 pm
Link Copied!

স্টার রিপোর্টারঃ ঢাকার বকশীবাজারে পরিত্যক্ত কারাগারে নতুন হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওয়ানা দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েছে।

দাবি আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে সোমবার সকালে পুরান ঢাকার ক্যাম্পাস থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে মিছিল নিয়ে তেজগাঁওয়ে তার কার্যালয়ের দিকে রওয়ানা হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মিছিল রায় সাহেব বাজার মোড় অতিক্রম করার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। লক্ষ্মীবাজার মোড়ে ফের তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। পরে তারা তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন।

এদিকে জগন্নাথের শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে পুরান ঢাকার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসন রোড, ইংলিশ রোড ও রায় সাহেব বাজার মোড়ে গাড়ি চলাচল কার‌্যত বন্ধ রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত পাড়াতেও।

http://www.anandalokfoundation.com/