× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

ডেস্ক

পুরী জগন্নাথদেবের রথযাত্রায় পদপিষ্টে আহত ৫৫০

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় আহত

ভারতের পুরী জগন্নাথদেবের রথযাত্রায় মর্মান্তিক ঘটনা। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫৫০ জন ভক্ত। প্রবল হুড়োহুড়িতে প্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার বলভদ্রের রথ ‘তালধ্বজ’ টানার সময় এই ঘটনা ঘটে।

প্রতি বছরের মতোই এ দিনও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল। ‘কলিঙ্গ টিভি’ সূত্রে খবর, ভক্তদের মধ্যে রথের দড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ভিড়ের চাপে পড়ে যান অনেকে। পদপিষ্ট হওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করে দেন ভক্তরা। এই সময়েই আহত হন বহু মানুষ। অনেকে অসুস্থ হয়ে পড়েন।

জগন্নাথ মন্দির থেকে ২.৫ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান ভক্তরা। এই পথ ধরে যাওয়ার সময় গ্র্যান্ড রোডে বলভদ্রের রথের সামনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫৫০ জন ভক্ত। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, ৬৮ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষে পুরী শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী। এর মধ্যে ছিলো ৮টি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..