শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহীনিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন বাংলার দামাল ছেলেরা।
সেই থেকে এই দিনটিকে পীরগঞ্জ মুক্ত হানাদার দিবস হিসেবে পালন করা হয়। পীরগঞ্জের ইতিহাসে স্বরণীয় হয়ে আছে এই দিনটি। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর গভীর রাতে শত্রুপক্ষের আক্রমনকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানরা।
পাকিস্তানী হানাদার বাহীনিকে পরাজিত করার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পীরগঞ্জ। অন্ধকার যবনিকা কেটে গিয়ে সূর্যোদয়ের পর বহু প্রতিক্ষিত এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। পরদিন ৬ ডিসেম্বর হাজার হাজার স্বাধীনতাকামী নারী-পুরুষ বিজয় মিছিলে অংশ নেয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সাংসদ।