ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
সরিষা বিক্রির ন্যায্য মূল্য, সার কীটনাশকসহ কৃষি উপকরণের সহজ লভ্যতা ও আবহাওয়ার অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
সম্প্রতি ভাকুড়া, জগথা, চন্ডিপুর ও বথপালিগাঁও গ্রাম গুলোর যতদূর চোখ যায় মাঠে শুধু হলুদ সরিষা ফুলের সমারোহ। মাঠের পর মাঠ হলুদ রঙ্গ পাল্টে দিয়েছে এ উপজেলার গ্রাম গুলোর প্রকৃতি চিত্র
। চন্ডিপুর গ্রামের তরিকুল ইসলাম বলেন, “এ মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। এবারে সরিষার বাম্পার ফলন হবে।”
অনেকেই এখন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বথপালিগাঁও গ্রামের কৃষক রমজান জানান, দুই একর জমিতে বিনা-চার জাতের সরিষা লাগিয়েছেন। সেখান থেকে তিনি প্রায় ৪০ মণ সরিষা পাবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধারা হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন হবে। তাছাড়া কৃষকরা ধানের ভালো দাম না পেয়ে এবার সরিষাসহ আলু, গম ও ভূট্টা চাষে বেশি ঝুঁকছেন।