চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সাইট অফিসের টোলপ্লাজা সংলগ্ন কমপ্লেক্স বিল্ডিং এর কনফারেন্স রুমে আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মোঃ তৌহিদ হোসেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ১৯ জুলাই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের সভাটি অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠিত কমিটির দ্বিতীয় সভা। সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।