পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তির ফলে কাতারের পর পাকিস্তানের উপর ইসরাইলের যে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিলো তা আরও জোড়ালো হলো। হামাস জঙ্গি নেতারা পৃথিবীর যেকোন দেশের আশ্রয়ে থাকবে তাদের উপরই ইসরাইল আক্রমণ করবে সাম্প্রতিক কালে কাতারের উপর আক্রমণ সেদিকেই ইঙ্গিত করে।
হামাস জঙ্গি নেতারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এসে বৈঠক করে গিয়েছে। ফলে ইসরাইলের পরবর্তী টার্গেট যে পাকিস্তান ছিলো পাকিস্তান তা বুঝে গিয়েছিল। তাই তড়িগরি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করে যদি বাঁচা যায়। ইসরায়েল যাকে টার্গেট করে তাকে কেউ রক্ষা করতে পারেনি।
সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষ চুক্তিতে যারপরনাই খুশি হয়েছে বাঙ্গু মুসলিমরা। বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল তো আনন্দের আতিশয্যে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেছেন,এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটা দুই দেশ নিজেদের উপর আগ্রাসন হিসাবে দেখবে। দুই-দেশ একসঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ’। তার আনন্দিত হওয়ার কারণ এবার থেকে পাকিস্তান-ভারতের যেকোন সংঘাত হলে সৌদি আরব পাকিস্তানের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। সৌদির যুদ্ধবিমান পাকিস্তানে উড়ে এসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কি মজাই না হবে ভারতীয়দের একটা শিক্ষা দেয়া যাবে।
যদি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সামরিক শক্তিতে যে ভারত পাকিস্তান-সৌদি আরবের থেকে অনেক এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখেনা।
এই চুক্তি মূলত পশ্চিম এশিয়ায় যুদ্ধরত ইসরেলকে বার্তা দিতে করা হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। কাতারে ইসরাইলের আক্রমনের পর এই চুক্তির কারণ আরও স্পষ্ট হলো। সৌদি মনে করছে পরমানু শক্তিধর দেশ পাকিস্তানকে পাশে রেখে যদি ইসরায়েলকে আটকানো যায়।
এই চুক্তি নিয়ে ভারত তাদের মতামত জানিয়েছে। এ চুক্তির বিষয়ে ভারত অবগত। ভারতের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা বিবেচনা করে এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে নয়াদিল্লি। বিশেষজ্ঞরা বলছেন এত সহজে সৌদি আরব বিবাদে জড়াতে চাইবেনা। কারণ ভারতের সাথে সৌদি আরবের সম্পর্ক অনেক পুরনো এবং সুদৃঢ়। ভারত এবং পাকিস্তানের সাথে ভারসাম্য বজায় রেখে চলাই সৌদি আরবের বিদেশনীতির অন্যতম লক্ষ। নির্দিষ্ট কোন দেশ(ভারত)বা নির্দিষ্ট কোন ঘটনার জবাব দিতে সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে সৌদি জানিয়ে দিয়েছে।
সৌদি আরবের সাথে ভারতের বানিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক এতটা ব্যাপক যে তা কোন প্রতিরক্ষা চুক্তি দিয়ে পরিমাপ করা যাবেনা। আগামীদিনে এই সম্পর্কের বাধন যাতে আরও শক্ত হয় আঞ্চলিক শান্তি বজায় থাকে সৌদি সে চেষ্টাই করবে বলে জানিয়ে দিয়েছে।
সৌদি বরাবরই ভারত-পাকিস্তান বৈরী সম্পর্কে ইতিবাচক ভূমিকা পালন করেছে। গত মে মাসে সংঘাতের সময় সৌদি দুইদেশের মধ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলো। সৌদির প্রতিনিধি শান্তির বার্তা নিয়ে নয়াদিল্লি এসেছিল।
তাছাড়া দুস্ত ভিখারি দেশ হিসাবে পাকিস্তানের প্রতি সৌদি আরব নরম মনোভাবাপন্ন। সৌদি আরব নিয়মিত পাকিস্তানকে অর্থ সাহায্য করে। পাক অর্থনীতিকে চাঙ্গা রাখতে সম্প্রতি সৌদি আরব ৩০০কোটি ডলার ঋন দিয়েছে। পাকিস্তানের দেড় থেকে দু’হাজার সেনাবাহিনীর সদস্য সৌদিতে ভাড়ায় খাটে। ফলে পাকিস্তানের প্রতি সৌদি আরবের একটা নরম মনোভাব বরাবরই ছিলো। কিন্তু পাকিস্তানের সাথে যতোই সম্পর্ক থাকুক না কেন সৌদি কখনো ভারতের উপর খবরদারি করার চেষ্টা করেনি।