পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে শহীদ এমএ গফুর মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি শেখ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান।
প্রভাষক ময়নুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগনেতা ইকবাল হোসেন খোকন, আনন্দ মোহন বিশ্বাস, এসএম রেজাউল হক, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, আব্দুল ওহাব বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, মাসুমা বেগম, মর্জিনা কাশেম, নাহার আক্তার, লিপিকা, মোঃ মিন্টু ও সবুজ সানা।