× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

স্বদীপ কুমার রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি

পল্লীকবি রাধাকান্ত দাস এর উপর মোঃ রফিকুলের অতর্কিত হামলা

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
পল্লীকবি রাধাকান্ত দাস
পল্লীকবি রাধাকান্ত দাস মোঃ রফিকুল ইসলামের সন্ত্রাসী হামলা

জমি দখল,মঠ-মন্দির ভাংচুর, লুটপাট, ধর্ষণই না গুনীজনেরও সম্মান দিতেও ভুলে যাচ্ছে বাংলাদেশ। মোঃ রফিকুল ইসলামের (৩৮) সন্ত্রাসী হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার পল্লীকবি রাধাকান্ত দাস (৮০)  মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

৩০ সেপ্টেম্বর শনিবার, ২০২৩ ইং সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে রাধাকান্ত দাসের নিজ বাড়িতেই হামলার ঘটনাটি ঘটে। হামলায় রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ৮০ বছরের এই স্বভাকবি! ইতিমধ্যে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেছেন তার ছেলে যুগল চন্দ্র রায়। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি।

পল্লীকবি শ্রী রাধাকান্ত দাস

পল্লীকবি শ্রী রাধাকান্ত দাস এর উপর মোঃ রফিকুল ইসলাম অতর্কিত হামলা

ঘটনার বিস্তারিত বিবরণে যুগল রায় জানান, রফিকুল আমাদের প্রতিবেশি। ভোর বেলা আমার বাবা বাড়ির কাছে ব্রিজের গোঁড়ায় কাজ করছিলো। রাস্তায় একা পেয়ে রফিকুল জায়গা জমির দ্বন্দের জেরে হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি মুলক কথা বলে। আমার বাবা তার উত্তর দিলে রফিকুল  হামলা চালায় বাবার উপর। তারপর গলা টিপে আমার বাবাকে হত্যা করার চেষ্টা করে। এই সময় বাবার আর্তনাদ-চিৎকারে গ্রামের সুবল চন্দ্র, বলরাম, বিধান ছুঁটে এসে বাবাকে উদ্ধার করে। লোকজনের আসার শব্দে রফিকুল পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।‌

হাসপাতালে চিকিৎসাধীন কবি বলেন, শনিবার সকালে আমার বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের পাশে আমাদের প্রতিবেশি রফিকুল নামে এক যুবক আমার সাথে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে আমাদের ধর্ম নিয়ে বাজে কথা বলতে শুরু করে। আমি তার উত্তর দিলে আকস্মিকভাবে আমার ওপর হামলা করে। হামলায় আমার পিঠে ও ঘাড়ে অনেকগুলো ক্ষতের সৃষ্টি হয়েছে। আমি এখন নাগেশ্বরী হাসপাতালে ভর্তি আছি।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান কবির ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন আমরা আসামিকে আটকের চেষ্টা করছি।


এ ক্যটাগরির আরো খবর..