13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

“পদ্মা সেতু” লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নিউজ ডেস্ক
June 17, 2022 7:30 pm
Link Copied!

পদ্মা সেতু
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কত শত বছরের বঞ্চনার পর
খরস্রোতা পদ্মা নদীর ওপর,
দুঃখ-দুর্দশা লাঘবে এসেছো হেসে হেসে
শত সহস্র বাঁধা পেরিয়ে অবশেষে।

পদ্মার বুকে মাথা উঁচু করে
আশীর্বাদ হয়ে বাঙালির ঘরে ঘরে,
শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য পর্যটনে
প্রসার হবে জাতীয় উন্নয়নে।

জাতির গৌরব মর্যাদার প্রতীক
বিশ্ব জুড়ানো খ্যাতি চারিদিক,
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে
উত্তর-দক্ষিণ অগ্রযাত্রায় একসাথে।

বীর বাঙালির অসাধ্য সাধন
দৃষ্টি নন্দন তোমার আকর্ষণ,
তুমি বঙ্গবন্ধু কন্যার শ্রেষ্ঠ উপহার
তাঁর প্রতি কৃতজ্ঞতা বার বার।

পদ্মা সেতুর জয় বিশ্বের বিষ্ময়
বঙ্গবন্ধুর সোনার বাংলায় নতুন সূর্যোদয়,
উজ্জীবিত আলোকিত পদ্মা নদীর তীর
শেখ হাসিনা আজ বিশ্বজয়ী বীর।

 

পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ।
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

http://www.anandalokfoundation.com/