এন,এ, রবিউল হাসান লিটন,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয়ী ব্যাংক এর একাডেমিক অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন। এ উপলক্ষে .২৭অক্টোবর মঙ্গলবার বিকেলে অফিস চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে এমপি এড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সুফিউল্লাহ সুফি, পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. শায়েদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল মান্নান। আলোচনা শেষে এড. নুরুল ইসলাম সুজন এমপি ফিতা কেটে ও ফলক উম্মোচন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয়ী ব্যাংকের কর্মকর্তা সহ উপকারভোগী সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।