পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে।
‘নাচ মেরি রানি’ গানে একসঙ্গে দেখা গেছে নোরা ও গুরু রান্ধওয়াকে। এই গানটিও দর্শকের মাঝে বেপক সাড়া ফেলে ভাইরাল নেট দুনিয়ায় ।
৩ মিনিট ৪২ সেকেন্ডের এই গানে এই জুটির রসায়ন তুলে ধরা হয়েছে। গানের প্রথমে দেখা যায়, নোরা একজন মৎসকুমারী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন গুরু। এই গানেও নোরার নাচ দর্শকের হৃদয় জয় করেছে।