নিউজ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় একটি বিমান পিছলে আগুন ধরে যায়। বিমানটিতে পাইলটসহ ১৯ জন ছিলেন। এতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে আন্দাজ করা যাবে দুর্ঘটনাটি কতটা ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছে বিমানটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল, যার পরে এটি টেকঅফের পরে মাটিতে আসে।
বিমানটি ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল বিমানটি। কাঠমান্ডুতে বিধ্বস্ত সৌর্য এয়ারলাইন্সের এই বিমানটিতে মোট ১৯ জন ছিলেন। প্লেন রানওয়ে থেকে টেক অফ না হওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু কয়েক মিনিট পর বিমানটি তার ভারসাম্য হারিয়ে ফেলে। ভিডিওতে দেখা যায়, বিমানটি একদিকে হেলে পড়েছে। বিমানটি ডানদিকে কাত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে রানওয়ে থেকে কিছুটা দূরে পড়ে যায়। বিমানটি মাটিতে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় এবং বিমানবন্দরে ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বিমানে থাকা সকলেই এতে আক্রান্ত হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে যে প্লেনটি একপাশে হেলে পড়েছে। বিমানটি ডানদিকে কাত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে রানওয়ে থেকে কিছুটা দূরে পড়ে যায়। বিমানটি মাটিতে পড়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং বিমানবন্দরে ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, সকাল ১১টার দিকে সৌরি এয়ারলাইন্সের পোখরাগামী ফ্লাইটটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড ও নেপাল পুলিশ ও নেপালি সেনাবাহিনীসহ নিরাপত্তাকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, বিমানের ক্যাপ্টেন মনীশ শাক্যকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিনামঙ্গলের কেএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।