× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

নির্বাচনে ইভিএম কেন্দ্রগুলোতে থাকবে সেনাবাহিনী

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সেই সব কেন্দ্রে সেনাবাহিনী রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ শনিবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেই সব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়, আর এই টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘সেনাবাহিনী কেন্দ্রে অবস্থান করবেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়নি। আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি, তারা যদি রাজি হন তাহলে ইভিএম কেন্দ্রগুলোর ওইসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবেন। তাদেরকে আগে প্রশিক্ষণ নিয়ে সে সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে। আস্থা আনতে সেনাবাহিনী দিয়েই ইভিএম কেন্দ্রগুলো পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামীকালের (রোববার) মধ্যে কোন দলগুলো কার সঙ্গে জোট করে নির্বাচন করবে তার তালিকা না দিতে পারলে সেই দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে না। আগামী মঙ্গলবার থেকে রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..