13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগেই সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ পাঁচদফা দাবি ঐক্য পরিষদের

admin
September 29, 2018 7:51 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয়, জাতীয় সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন, বর্ণ বৈষম্য বিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য ভূমিবিরোধ নিস্পত্তি কমিশন আইনের বাস্তবায়নসহ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনসমুহের জাতীয় সমন্বয় কমিটি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশটির আয়োজন করে। এসময় তারা পাচ দফা দাবি পেশ করে।

জাতীয় সংগীতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। ঘোষণাপত্র পাঠ করেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের বিসর্জিত রাষ্ট্রের চার মূলনীতি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আবার ফিরে এলেও তা আজও পরবর্তী সময়ের সাম্প্রদায়িকতার ঘেরাটোপে বন্দি।

পাচদফা দাবিতে বলা হয়েছে, নির্বাচনের পূর্বেই সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিটি গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়ণ এবং পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মকান্ডে জড়িত আছেন বা ছিলেন এমন প্রার্থীদের মনোনয়ন না দিতে রাজনৈতি দলগুলির প্রতি আহবান জানানো হয়।

এছাড়া নির্বাচনী কর্মকান্ডে মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডার ব্যবহার বন্ধ এবং তা অমান্য করলে শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ খ্রিস্ট্রান এসোসিয়েশন, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, অনুভব, সাংবাদিক সংগঠন স্বজন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিজ, মাইনোরিটি রাইটস ফোরাম, ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশন বাংলাদেশ চাপ্টার, জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ এই ২২টি সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন।

সংসদ সদস্য উষাতন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ডঃ আনিসুজ্জামান। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, শাহরিয়ার কবীর, নির্মল রোজারিও, সঞ্জীব দ্রং, পঙ্কজ ভট্টাচার্য, সুলতানা কামাল প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/