নাটোর প্রতিনিধিঃ চিনিকল সমূহের কৃষিবিভাগকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দেশের ১৫টি রাষ্ট্রায়াত্ব চিনি কলের সিডিএরা নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধিনস্ত দেশের ১৫টি চিনি কলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে স্থানান্তর করা হলে চিনিকল সমূহ লোকশানের হাত থেকে রক্ষা পাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। একই সাথে বক্তারা ভারতের মত চিনিকলের কৃষ্টি বিভাগকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান। এ সময় পাবনা, সেতাবগঞ্জ, মোবারকগঞ্জ, ঠাকুরগাঁ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, নর্থবেঙ্গলসহ ১৫টি চিনি কলের সিডিএ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।