14rh-year-thenewse
ঢাকা

নাটোরে বিএনপির অনশন কর্মসূচি পালন

Link Copied!

খালেদা জিয়ার মুক্তি ও  চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে নাটোরে অনশন কর্মসূচি পালন করেছে নাটোর জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দিতে থাকে। নাটোর জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন এর সঞ্চালনায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ প্রমুখ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক,  মহুয়া পারভীন লিপি, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বাবুল চৌধুরী, শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম বুলবুল সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
http://www.anandalokfoundation.com/