× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

নাটোর প্রতিনিধি

নাটোরে বাস-ট্রাকে চাঁদাবাজির টাকাসহ ২৫ জনকে আটক করেছে-র‍্যাব

ACP
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
নাটোরে বাস-ট্রাকে চাঁদাবাজির টাকাসহ ২৫ জনকে আটক করেছে-র‍্যাব

নাটোরে ট্রাক-বাসে চাঁদাবাজি করার সময় অর্থসহ ২৫ জনকে আটক করেছে র‍্যাব। নাটো সদর, সিংড়া,লালপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি চক্রের মূলহোতা ও নগদ অর্থসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার সন্জয় কুমার সরকার।

তিনি বলেন, নাটোর শহর ও পার্শ্ববর্তী উপজেলার কাঁচা সবজি বহনকারী পরিবহনে এবং বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করার সময় তাদের আটকসহ বিপুল পরিমাণ অর্থ ও চাঁদাবাজির রশিদ জব্দ করা হয়েছে।

স্থানীয় প্রভাবশালী ও রাজনীতিবিদের নাম ব্যবহার করে তারা এসব করে আসছিল।আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..