নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার বনবেল ঘরিয়া বাইপাসে মাইক্রোবাস যাত্রীবাহী বাস থেকে ৬৭০ বোতল পেন্সিডিল ও ৪ গ্রাম হিরোইনসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
নাটোর ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ গত বুধবার ৩টার দিকে যানবাহনে তল্লশী শুরু করে এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৬৭০ বোতল পেন্সিডিলসহ রুবেল রহমানকে আটক করা হয়। এছাড়া ঢাকাগামী যাত্রীবাহী বাস আল্ট্রামডার্ণ-এ তল্লাশী চালিয়ে তাজমহল বেগম নামের এক যাত্রীর কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।