ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্টানমালায় মহান স্বাধীনতা দিবস পালন

Link Copied!

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্টানমালায় নবীগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
২৬ শে মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,থানা প্রশাসন,উপজেলা ও পৌর আওয়ামীলীগ,নবীগঞ্জ প্রেসক্লাব,যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগ, বীর মুক্তিযোদ্ধা, নবীগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ সরকারী কলেজ,সরকারী জে,কে উচ্চ বিদ্যালয়,আনন্দ নিকেতন,কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়া সকাল ৮ টায় জেকে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পূরস্কার বিতরণ ও জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,যুগ্ন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,রিজভী আহমেদ খালেদ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডা নুর উদ্দিন বীর প্রতীক,বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রশিদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন। বক্তব্যে রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক  সাবেক সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু,সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সামছউদ্দিন,বিআর ডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম রায়,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লোকমান আহমদ খাঁন। সভার শুরুতে কোরান তেলওয়াত করেন,পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান,গীতাপাঠ করেন,পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।
 শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের মাঝে সরকারের পক্ষ থেকে উত্তোরীয় গেঞ্জি,ক্যাপ মাস্ক উপহার প্রদান করেন। তাছাড়া মুক্তিযোদ্ধাসহ অতিথিবৃন্দকে ফুলের ষ্টিক দিয়ে বরণ করা হয়।
http://www.anandalokfoundation.com/