13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩০তম জন্ম উৎসব শুরু

admin
February 10, 2018 9:37 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রে ১৩০ তম জন্ম উৎসব গতকাল শুক্রবার রাতে শুরু হয়েছে। এতে করে ভক্তবৃন্দেও মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থন,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদগ্রস্থাদি পাঠ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টান।

গতকাল রাতে অধিবাস ও সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন এসপিআর নেপাল চন্দ, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন, রশময় শীল, ডাঃ মিহির লাল সরকার,উৎসব কমিটির সাধারন সম্পাদক তনয় কান্তি ঘোষ অনজন, নরেশ চন্দ্র দাশ,শিক্ষক নিখিল সূত্রধর,শিক্ষক সুব্রত চন্দ্র দাশ,শিক্ষক গৌর মোহন দাশ, শিক্ষক রাখাল চন্দ্র দাশ,বিধু ভুষন গোপ,তাপস চন্দ্র বনিক,শংকর গোপ,দিপক পাল,কাজল চন্দ্র আচার্য্য,সুশান্ত শীল, সজল চন্দ্র দেব,দিপন চন্দ্র দাশ,নয়ন চন্দ্র দাশ,বৌদ্ধ গোপ,নয়ন সরকার, আপন বনিক,জয়হরি দেব প্রমূখ । অনুষ্টানমালায় আজ মনিবার রয়েছে সকার ৮.৩০ মিনিটে ঠাকৃরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা,ঠাকুর পুজা, দুপুর ১২ টায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন। পরিবেশনায় শ্রী মৃনাল কান্তি দাশ ও তার দল চট্টগ্রাম, বিকাল ৪ টায় ঠাকুরের জীবন দর্শন ও আচার্য্যবাদ শীর্ষক আলোচনা সভা।

প্রধান বক্তা কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক ড. রজত কান্তি ভট্টচার্য্য,বিশেষ বক্তা রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর, অধ্যাপক আশোতোষ দাশ এসপিআর সিলেট। পরে রা ৮ টায় সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন সিলেট বেতার টেলিভিশন শিল্পী লাভলী দেব ও চ্যানেল এস র্শিপী বিন্দু বাবুসহ অন্যান্য শিল্পবৃন্দ।

http://www.anandalokfoundation.com/