13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

নতুন পতাকা নির্বাচনে ভোটগ্রহণ শুরু নিউ জিল্যান্ডে

admin
November 21, 2015 4:52 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: নতুন পতাকা নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে নিউ জিল্যান্ডে। আগামী একমাস পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশটির অধিবাসীরা তাদের ভোট দিতে পারবেন।

সংক্ষিপ্ত তালিকায় থাকা নতুন পাঁচটি নকশা থেকে একটিকে নির্বাচনের লক্ষ্যেই এই ভোট।

এই গণভোটকে কেন্দ্র করে পতাকার সম্ভাব্য পাঁচটি ডিজাইন সামনে নিয়ে আসা হয়েছে।

বিবিসি বলছে, ২০১৬ সালে এ ব্যাপারে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। বর্তমান পতাকার পরিবর্তন চান কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোট হবে।

দেশটির প্রধানমন্ত্রী জন কি মনে করেন, বর্তমান পতাকা আধুনিক নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করে না।

তিনি আরো মনে করেন, বর্তমান পতাকাটি অস্ট্রেলিয়ার পতাকার সঙ্গে অনেক বেশি মিল।

তবে পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন, দেশটির অধিকাংশ মানুষ বর্তমান পতাকাটি রেখে দেওয়ার পক্ষে বলে জরিপে জানা গেছে।

জাতীয়ভাবে পতাকার নকশা আহ্বান করার পর সংশ্লিষ্ট প্যানেলের কাছে ১০,২৯২টি নকশা এসেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে চারটি নকশার একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় থাকা নকশাগুলো প্রায় একই ধরনের এবং সেগুলোতে সৃজনশীলতার ঘাটতি রয়েছে বলে সমালোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার পরিপ্রেক্ষিতে সরকার নিয়ম পরিবর্তন করে ‘রেড পিক’ শিরোনামের পঞ্চম আর একটি নকশা সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করে।

জনগণ যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচটি পতাকাই দেশজুড়ে বিভিন্ন স্থানে উড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

জনসাধারণ যেন তাদের বাস্তবজীবনে এই পতাকাগুলোকে দেখে মুক্তভাবে একটিকে বেছে নিতে পারে সেজন্যেই এই ব্যবস্থা।

http://www.anandalokfoundation.com/