× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের অভিষেক ও বনভোজন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, তালা উপজেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন গতকাল সাতক্ষীরার বিনেরপোতা আব্বাস গার্ডেনে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় পরিষদের সভাপতি পুলোক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লূৎফুল¬াহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসরিন আক্তার লিপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক বরুন ব্যানার্জী, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক নাজমুল হক, শাহিন আক্তার মিলন প্রমুুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক অলীক কুমার পাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির বিদ্রোহী কবি বৃটিশ বিরোধী আন্দোলনের রণনায়ক বাংলা সাহিত্যের আলোকবর্তিকা কাজী নজরুল ইসলাম কে মনে প্রাণে গ্রহণ করে তার আদর্শ বাস্তবায়নে অগ্রসর ভূমিকা পালন করার জন্য পরিষদের সকলকে আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..