ধর্ষণ না করার জন্য বাবা বলে সম্বোধন করে। অনেক অনুনয় বিনয়সহ সর্বচ্চ শক্তি প্রয়োগ করে বাবা ডেকেও শামিমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি অসহায় সুরবালা। এক পর্যায়ে সুরবালাকে শামীম ধর্ষণ করে। ধর্ষণ করেই সে শান্ত হয়নি। যৌনাঙ্গে আঘাত করে সেই সাথে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়সহ আঘাত করতে থাকে। সাথে সাথে রক্তপাত শুরু হয়।
স্থানীয় কয়েকজন বিষয়টি ধামাচাপা দিয়ে মীমাংসা করার চেষ্টা করছেন বলে জানা গেছে। মর্মান্তিক এমন একটি বড় ঘটনায় ন্যায় বিচার পাবেন কিনা শংকায় রয়েছেন নির্যাতিতা পরিবার। তাদের দাবি বিচারের বানী যেন নীরবে নিভৃতে না কাঁদে।
এ ঘটনায় এখনো মামলা করেননি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিকটিম এর মা জানান,আমরা গরিব মানুষ। নুন আনতে পানতা ফুরায়।
তিনি জানান, স্থানীয় মেম্বার বলেছেন “মামলা করার দরকার নাই। বিষয়টি দেখে দিবো। তবে মেয়ের উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে আমি প্রশাসনের নিকট বিচার চাই। আমি গরিব এবং ভিক্ষা করে খাই। কতো টুকু বিচার পাবো ভগবান জানেন।”