× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

নবীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ)

বাবা সম্বোধন করেও শেষ রক্ষা হয়নি, ধর্ষণের পর যৌনাঙ্গে আঘাত-কামড়ে রক্তপাত

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
হিন্দু নারী ধর্ষণের সংবাদ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননী হিন্দু নারী ধর্ষণের সংবাদ

ধর্ষণ না করার জন্য বাবা বলে সম্বোধন করে।  অনেক অনুনয় বিনয়সহ সর্বচ্চ শক্তি প্রয়োগ করে বাবা ডেকেও শামিমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি অসহায় সুরবালা। এক পর্যায়ে সুরবালাকে শামীম ধর্ষণ করে। ধর্ষণ করেই সে শান্ত হয়নি।  যৌনাঙ্গে আঘাত করে সেই সাথে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়সহ আঘাত করতে থাকে। সাথে সাথে রক্তপাত শুরু হয়।

বৃহস্পতিবার(২ নভেম্বর) বেলা ২ টার সময় ভিকটিম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ভুমিহীন (রাজনগর) গ্রামের পাশে একটি ফিশারিতে পাড়ে খাবারের জন্য কচু শাক কাটতে যান। এ স্থানে সব সময় লোকজনের আনাগোনা কম থাকে। সেই সুযোগে পূর্ব থেকে ওৎ পেতে থাকা  একই গ্রামের সারাজ উদ্দিনের পুত্র ৩ সন্তানের জনক শামীম মিয়া(৩৮)  ভিকটিমকে পেছন থেকে জড়িয়ে ধরে। এ সময় ভিকটিম শামীম মিয়াকে ধর্ষণ না করার জন্য বাবা বলে সম্বোধন করে। ভিকটিম অনেক অনুনয় বিনয়সহ সর্বচ্চ শক্তি প্রয়োগ করে বাবা ডেকেও শামিমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। এক পর্যায়ে ভিকটিমকে শামীম ধর্ষণ করে। ধর্ষণ করেই সে শান্ত হয়নি।  যৌনাঙ্গে হাত দিয়ে আঘাত করে। সাথে সাথে তার রক্তপাত শুরু হয়। সেই সাথে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়সহ আঘাত করতে থাকে।
ভিকটিম জানায়, একজন খুনি যেভাবে খুন করার উদ্যশ্যে হিংস্র হয় সেই মুহুর্তে সেটাই তার কাছে মনে হয়েছে। এ সময় গ্রামের একজন মহিলাকে নিশ্চই ঈশ্বর সেখানে পাঠিয়েছেন। তা না হলে আমাকে খুন করে লাশ গুম করে ফেলতো । এমনটাই হয়তো পরিকল্পনা ছিল নরপশু শামীমের।
বর্তমানে ইউপি চেয়ারম্যান উমরাহ পালনে সৌদি আরবে রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান দায়িত্বে থাকলেও তিনিও ঘটনা স্থলে যাবার প্রয়োজন মনে করননি অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কয়েকজন বিষয়টি ধামাচাপা দিয়ে মীমাংসা করার চেষ্টা করছেন বলে জানা গেছে। মর্মান্তিক এমন একটি বড় ঘটনায় ন্যায় বিচার পাবেন কিনা শংকায় রয়েছেন নির্যাতিতা পরিবার। তাদের দাবি বিচারের বানী যেন নীরবে নিভৃতে না কাঁদে।

এ ঘটনায় এখনো মামলা করেননি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিকটিম এর মা জানান,আমরা গরিব মানুষ। নুন আনতে পানতা ফুরায়।

তিনি জানান, স্থানীয় মেম্বার বলেছেন “মামলা করার দরকার নাই।  বিষয়টি দেখে দিবো। তবে মেয়ের উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে আমি প্রশাসনের নিকট বিচার চাই। আমি গরিব এবং ভিক্ষা করে খাই। কতো টুকু বিচার পাবো ভগবান জানেন।”


এ ক্যটাগরির আরো খবর..