13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘দয়া করে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত ছুটি নেবেন না’

admin
July 11, 2016 5:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  ঈদুল ফিতর পরবর্তী পর্যালোচনা সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন ‘দয়া করে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত ছুটি নেবেন না। কাজ করেন, দেশে অনেক কাজ পড়ে আছে। ছুটি নিয়ে আগামী ঈদ পর্যন্ত আর বিদেশ যাবেন না।’

 তিনি সোমবার দুপুরে সচিবালয়ে  এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা অভিজ্ঞতার জন্য বিদেশ যাবেন ভাল কথা, আমি এই এক বছর আপনাদের অনেক ছুটি দিয়েছি। দয়া করে ঈদুল আজহা পর্যন্ত আর ছুটি নেবেন না।’

মন্ত্রী দুঃখ করে বলেন, ‘গত এক বছর আমি কোনো ছুটি নেইনি। কাজের প্রয়োজন ছাড়া আমি একবারও বিদেশও যাইনি।’

তিনি বলেন, ‘মেট্রোরেলের কাজের জন্য একবার জাইকার সঙ্গে বৈঠক করতে জাপান গিয়েছিলাম। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ঠিকাদারের সঙ্গে আলোচনা করতে ব্যাংককে গিয়েছিলাম। আর গিয়েছিলাম ম্যানিলায় আমাদের উন্নয়ন অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি করতে।’ গত সাত বছরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে যাননি বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের কর্মকর্তাদের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের দোষারোপ করে বলেন, ‘আমাদের গাফলতির জন্য ঈদুল ফিতরের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা আন্তরিক হলে এ অবস্থা সৃষ্টি হতো না।’

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তো আপনাদের কাছ থেকে কমিশন চাই না। পার্সেন্টেজ চাই না। নিঁখুত কাজ চাই।’

মন্ত্রী কর্মকতা-কর্মচারীদের আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

http://www.anandalokfoundation.com/