× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

‘দ‍্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সম্পর্কে কটুক্তি করায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষুব্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
ইজরায়েলে মুক্তি পাবে দ্য কাশ্মীর ফাইলস

ইসরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ লাপিদ ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সম্পর্কে উস্কানিমূলক নোংরা কটুক্তি করায়, তাকে এক হাত দিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন। নাদাভ লাপিদ ইহুদি ধর্মালম্বী হলেও এমন একজন ব্যক্তি, যিনি জার্মানির নাৎসি বাহিনীর ইহুদি হলোকাস্টকে অস্বীকার করেন। ইহুদি সমাজে অত্যন্ত ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত এই নাদাভ লাপিদ।

নাদাভ লাপিদ বলেছিলেন, ‘আমরা সবাই (বিচারকেরা) চলচ্চিত্র উৎসবের পঞ্চদশ ছবি, দ্য কাশ্মীর ফাইলস দেখে বিরক্ত ও বিস্মিত। এটিকে দেখে একটি প্রচারমূলক, কুরুচিপূর্ণ চলচ্চিত্র বলে মনে হয়েছে। একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে ছবিটির স্থান পাওয়া উচিত হয়নি। আমার এই বক্তব্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার দ্বিধা নেই। এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিশ্চিতভাবে সমালোচনামূলক আলোচনায় যেতে পারি, যা শিল্প ও জীবনের জন্য জরুরি।’

নাদাভ লাপিদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, ইসরাইলের রাষ্ট্রদূত নাওর গিলন টুইটারে এক দীর্ঘ বিবৃতিতে বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে সাক্ষাৎ ভগবানরূপে দেখা হয়। সেখানে অতিথি হয়ে এসে, নাদাভ লাপিদ নিজের মর্যাদার অপমান করেছেন। ভারতীয়দের বিশ্বাস, শ্রদ্ধা ও আতিথেয়তাকে মূল্যহীন করে দিয়েছেন। আমি নিজে চলচ্চিত্র-বিশেষজ্ঞ নই। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে, লাপিদের মন্তব্য অসংবেদনশীল। কাশ্মীরের দীর্ঘ সমস্যা সম্পর্কে কোনো রকম গবেষণা ছাড়াই এই মন্তব্য করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্র নিয়ে করা এই অশোভন মন্তব্যের জন্য, লাপিদের লজ্জা পাওয়া উচিত। কেননা এর ফলে ভারত ও ইসরায়েলের সম্পর্ক প্রভাবিত হতে পারে।’

লাপিদকে উদ্দেশ্য করে রাষ্ট্রদূত গিলন আরও বলেছেন, ‘আপনি ইসরায়েলে ফিরে যাবেন এই ভেবে যে, আপনি একটি বলিষ্ঠ বিবৃতি দিয়েছেন। কিন্তু ইসরায়েলের প্রতিনিধি হিসেবে আমরা এখানে থাকব। আপনার উচিত ইসরায়েলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যে, আপনার মন্তব্যের কী পরিণতি হয়েছে। আমার নেতৃত্বাধীন (কূটনৈতিক) দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..