দিনাজপুর প্রতিনিধিঃ পৌষের মাঝামাঝি এসে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীনবযাত্রা।
কুয়াশা আর হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরের জেলা দিনাজপুরে। চরম দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
শীত নিবারণের জন্য পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সবাই। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।