ওয়েইসির এই বক্তব্যের ভিডিয়ো টুইট করে বেগুসরাইয়ের বিজেপি সাংসদ লেখেন, ওয়েইসির মতো কট্টরপন্থীরাই জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দেশদ্রোহী সেনা তৈরি করছেন। ওয়েইসি এবং তার মতো সংবিধান বিরোধীদের যে ভাবেই হোক আটকাতে হবে। ভারতবংশীরা এখন জেগে উঠেছে। আমাদের চাপার চেষ্টা করো না, ভাঙার চেষ্টা করো না। তোমাদের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছে, আমাদের শান্তিতে বাঁচতে দাও।