× Banner
সর্বশেষ
অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তীব্র শৈত্য প্রবাহ,ঠান্ডাজনিত কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ সারাদেশে কয়েকদিন ধরে তীব্র শৈত্য প্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত । বিশেষ করে এই শৈত্য প্রবাহের ফলে তীব্র শীতে আক্রান্ত হচ্ছে শিশুরা ।

মাগুরা সদর হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা গেছে, গত দুদিনে শিশু রোগী সংখ্যা বেড়ে হয়েছে তিনগুন । শিশু ওয়ার্ডে অতিরিক্ত বেড না থাকার কারণে অনেকে বারান্দায় ফ্লোরে ভর্তি হয়েছেন । শহরের থেকে গ্রামের শিশুরাই এই শীতে ডাইরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি ।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স আলপনা বিশ্বাস জানান , আমাদের শিশু ওয়ার্ডে বেড মাত্র ১০ টি । বর্তমানে এখানে কয়েকদিনে শিশু রোগীর সংখ্যা ৬৫ জন । কিন্তু কয়েকদিনে বেশি শীতের প্রকোপ থাকায় প্রতিদিন প্রায় ঠান্ডাজনিত রোগে ৮-১০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের কনসালটেন্ট জয়ন্ত কুমার কুন্ডু জানান , প্রতি বছর শীতে ঠান্ডা জনিত কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয় ।আমাদের শিশু ওয়ার্ডে পর্যাপ্ত বেড নেই । ফলে অনেক শিশু বারান্দায় ভর্তি আছে । এখানে আমাদের ঔষধ এর কোন সংকট নেই । বেশি রোগী কারণে অনেক শিশু কে একটু সুস্থ হলে তাকে আমরা ছেড়ে দিচ্ছি ।

শিশু রোগীর অভিভাবক আমেনা বেগম জানান , আমার শিশুর ডায়রিয়া হলে আমি গত বুধবার হাসপাতালে ভর্তি করি । ঘন ঘন পায়খানা হওয়ার ফলে তাকে স্যালাইন দিতে হচ্ছে। সদর হাসপাতাল থেকে সামান্য ঔষধ পাচ্ছি ।বাইরে থেকে বেশি ঔষধ কিনতে হচ্ছে । ফলে আমাদের মত গরীব মানুষের পক্ষে ঔষধ কেনা সম্ভব হচ্ছে না ।


এ ক্যটাগরির আরো খবর..